গাইবান্ধা জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক তহিদুল আমিন মন্ডল সুমনের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এতে করে তিনি তার পূর্বের পদে পুনর্বহাল হয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে ২০২৪ সালের ৬ মে তহিদুল আমিন মন্ডল সুমনকে যুবদল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। প্রায় দেড় বছর পর কেন্দ্রীয় সিদ্ধান্তের মাধ্যমে তার সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক পদে স্বপদে ফিরে এলেন।
তহিদুল আমিন মন্ডল সুমন পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. রুহুল আমিন মন্ডলের ছেলে। তার বড় বোন পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং বড় ভাই বর্তমানে ২ নম্বর হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে গাইবান্ধা জেলা যুবদলের সদস্য পদসহ জেলা সহ সাংগঠনিক সম্পাদক পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল।


















