বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাদের নিয়ে জাতীয় নাগরিক কমিটির সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে ঘোষিত এ কমিটিতে চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইউনুস সিকদারকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। এ ছাড়া ১৬ জন যুগ্ম সমন্বয়কারী ও ৬৯ জন সদস্য রয়েছেন। জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল ফেসবুক পেজে কমিটির তালিকা প্রকাশ করা হয়।
কমিটিটি অনুমোদন দেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আকতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এ সমন্বয় কমিটি কার্যকর থাকবে।

কমিটিতে স্থান পাওয়া উল্লেখযোগ্য বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন— উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খাতুন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরকার, সাবেক সহ-সভাপতি মাওলানা মোজহারুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, সাবেক সদস্য শাহিন মিয়া, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল ইসলাম, খাষকাউলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুর রহমান এবং বিএনপি নেতা আকবর আলী, নজরুল ইসলাম ও আহসান হাবীব দুলাল।
এ ছাড়া কমিটিতে গণঅধিকার পরিষদের নেতাদের মধ্যে রয়েছেন— এনায়েতপুর থানা শাখার সাবেক আহ্বায়ক আলমাস সরকার, সদস্য সচিব মাসুম শেখ, সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান বিশ্বাস, সাবেক যুগ্ম সদস্য সচিব মো. হাফিজুল সিকদার, শাহীন সরকার, সুমন সরকার, ডা. আশরাফুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের নেতা আনসার আলী এবং ছাত্র অধিকার পরিষদের নেতা মো. রিফাত সরকার ও ইয়াকুব আলী শেখ।


















