বাংলা ভয়েস ডেস্ক :

নেত্রকোণার আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জুসহ ৩৭ নেতা-কর্মীকে নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন। এর আগে তারা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।

আসামিপক্ষের আইনজীবী মো. আসাদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘একটি নাশকতা ও বিস্ফোরক মামলায় সভাপতি খাইরুল ইসলামসহ আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ সোমবার দুপুরে তারা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমানের আদালত হাজির হয়ে জামিন চান। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন—উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম। তিনি দুবারের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান। আর উপজেলা আওয়ামী লীগের সাধারণ ফেরদৌস রানা আঞ্জু বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এছাড়াও উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত বিশ্বাস, সুখারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন খোকন তালুকদার।

মামলায় বলা হয়েছে, আসামিরা ২০২১ সালের ১১ নভেম্বর স্থানীয় বাসিন্দা ও বিএনপির সদস্য সৈয়দ মোস্তফা সাহেদ কামালের আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক মোড়ের দোকানঘর ভাঙচুর, লুটপাট ও আগ্নেয়াস্ত্র প্রদর্শন, দেশি অস্ত্র ব্যবহার ও ককটেল বিস্ফোরণ করেন। এসময় মনোহারী দোকান হতে ৪ লাখ টাকার মালামাল এবং নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে যায় ও দোকান জ্বালিয়ে দেয়। একই সময়  সৈয়দ মোস্তফা সাহেদ কামালের ভাইয়ের দোকানঘর আগুন দিয়ে পুড়িয়ে দেন আসামিরা। 

ওই ঘটনায় গত ১৯ অক্টোবর সৈয়দ মোস্তফা সাহেদ কামাল বাদী হয়ে আটপাড়া থানায় ৫১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০ জনকে অজ্ঞাত পরিচয়ের আসামি করে মামলা দায়ের করেন।

Exit mobile version