ইমাম হাসান সোহান, ধনবাড়ী সংবাদদাতা :

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দী ইউনিয়নের ছোট ঝোপনা পূর্ব পাড়ায় ঝিনাই নদীতে ঝাঁপ দেওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) বিকেল ৩টার দিকে প্রায় ৪০ বছর বয়সী ওই ব্যক্তি অস্বাভাবিক আচরণ করতে করতে হঠাৎ করে নদীতে ঝাঁপ দেন। ঘটনার পরপরই স্থানীয়রা ধনবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি দল এবং টাঙ্গাইল থেকে আসা ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালালেও তাকে খুঁজে পায়নি।

পরদিন বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাই নদীতে লাশ ভেসে ওঠে।

এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, “ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

Exit mobile version