মোঃ সুমন সিরাজগঞ্জ,কামারখন্দ সংবাদদাতা :
গতকাল শহরের বিভিন্ন পয়েন্টে তাদের নিজেদের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। একই সাথে স্বেচ্ছাসবকগণ সবাইকে এসব শীতার্ত মানুষের জন্য এগিয়ে আসার আহবান জানান। প্রশংসনীয় এই কার্যক্রম মুঠোফোনে ধারণ এবং সম্পাদনা করে পাঠিয়েছেন স্বাস্থ্য সুরক্ষা ক্লাবের লিডার্সরা।্য সুরক্ষা ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার বলেন: তাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ!
মঙ্গলবার,সিরাজগঞ্জ বাজার স্টেশন-এ অসহায় ও মানবেতর কিছু মানুষের মাঝে বিনামূল্যে শীত বস্ত্র বিতরণের মাধ্যমে তাদের এই শীতের প্রকোপ থেকে কিছুটা উপকৃত হতে পারবে এই উদ্দেশ্য স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দের ক্ষুদ্র প্রচেষ্টা( স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবকগণ.
তারা জানাায় আমরা সবাই ই স্টুডেন্ট যতটুকু পেরেছি,তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
শুধু এই সিরাজগঞ্জের বাজার স্টেশনই নয়,,,আরও অনেক জায়গাগুলোতেই অসহায়,গরীব-দুঃখী মানুষ অনেক মানবেতর জীবনযাপন করছে।প্রতিটা সেকেন্ডে তারা অনুভব করতে পারছে এই অসহায়ত্ব,, তবু জীবন যুদ্ধে থেমে নেই।
তারা আরও বলে::- আমাদের এই কাজ শো-অফ এর জন্য নয়,,আমাদের উদ্দেশ্য এসব দেখার মাধ্যমে যে যে যার যার জায়গা থেকে যতটুকু করতে পারেন,যাতে অন্য আরেকজন উপকৃত হতে পারে।