মোঃমনির মন্ডল,সাভার সংবাদদাতা :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১৯ আসনের ( সাভার-আশুলিয়া) সতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ তার ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এ লক্ষে তিনি একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন। এ সময় তার সমর্থকদের উপস্থিতিতে এলাকাটি জনসমুদ্রে সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাভারের শিমুলতলা এলাকায় এ নির্বাচনী অফিস উদ্বোধন করেন তিনি।

তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ দীর্ঘ ১০ বছর পরে সাভারের মাটিতে রাজনীতে নতুন করে নিজেকে প্রমান করলেন। যেখানে তাকে এক নজর দেখার জন্য, তার কথা শোনার জন্য হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক জড়ো হতে থাকে । এ সময় তার এই নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠান রূপ নেয় জনসমুদ্রে। সেখানে দেখা যায় সমর্থকদের জনস্রোত।

এর আগে সাভার-আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে পিকআপ, ট্রাক ও মোটরসাইকেল যোগে হাজার হাজার নেতাকর্মী সাভারের শিমুলতলা এলাকায় এসে জড়ো হতে থাকেন।

এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের সামনে তিনি স্বল্প পরিসরে বক্তব্য দেন।

এসময় তিনি বলেন,দশ বছর চুপ ছিলাম আজকে কথা বলা শুরু করলাম। আমি কি রোহিঙ্গা? আমি এখানে ভাইসা আসিনাই আমার বাড়ি আশুলিয়া আমি লাল মাটির সন্তান। আগামী ৭ তারিখে আমরা রেডি আছি তোমরা আইয়োও। দীর্ঘ ১০ বছর পর সাভারে এসে নিজ নির্বাচনী কার্যালয় উদ্ভোধন শেষে এভাবেই কথা গুলো বলছিলেন ঢাকা-১৯ আসনের স্বতন্ত্রপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ।

তিন আরো বলেন, আমার বাবা দুইবার এই এলাকায় নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমার নেত্রী শেখ হাসিনা আমাকে ভালোবেসে তিনবার নৌকার মনোনয়ন দিয়েছেন এবং ২০০৮ সালে দেশের সর্বোচ্চ ভোট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছিলেন। আমি কখনো ভাবিনাই আমাকে এভাবে এখানে আসতে হবে। আমি ভেবেছিলাম আমি নৌকা নিয়েই আবার আসবো। আমি দশ বছর কোন কথা বলিনাই। দশ বছর প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন ভাই তুই চুপ, তুই কোন কথা বলিসনা আমি তোরটা দেখবো। 

এসময় আরো বলেন, আপা বলেছেন আমি চুপ থেকেছি আজকে ২০২৩ আমার বোন মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছে ‘আসো কে জনপ্রিয় প্রমান করো’ তাইতো আমি এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী এতদিন চুপ থাকতে বলেছিলেন এবার বললেন মুখ খুলো তাইতো মুখ খুললাম। আমিতো নৌকাই আছি খালি মার্কাটা ভিন্ন সেটা হইলো ঈগল। এই ঈগলও শেখ হাসিনার মার্কা আপনারা যদি এই মার্কাটাকে জিতায়া দেন তাইলে ফুলের মালাটা নিয়া তো মাননীয় প্রধানমন্ত্রীর গলাতেই পরামু।

প্রসঙ্গত যে, ঢাকা-১৯ আসনে প্রথমবারের মত স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীকে নির্বাচন করছেন সাবেক এই সংসদ সদস্য। এরআগে তিনি তিনবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। এবার এ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ডা. এনামুর রহমান। এছাড়াও ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র সহ বিভিন্ন দলের আরও ৮ জন প্রার্থী রয়েছেন।

উল্লেখ্য যে, সাভার উপজেলার মধ্যে সাভার থানার তিনটি ও আশুলিয়ার ৫টিসহ মোট ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়া ঢাকা-১৯ আসন গঠিত। এখানে ভোটার সংখ্যা মোট ৭ লাখ ৪৭ হাজার ৩০১ জন।

Exit mobile version