শাহ আলম সরকার সিরাজগঞ্জ সংবাদদাতা :

সিরাজগঞ্জ-৫ আসনে কাঁচি প্রতীক পেয়েছেন চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব:) আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে প্রতীক বরাদ্দ অনুষ্ঠান শুরু করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব:) আব্দুল্লাহ আল মামুনের পছন্দের প্রতীক কাঁচি বরাদ্দ পান।

বাংলা ভয়েস কে মেজর (অব:) আব্দুল্লাহ আল মামুন বলেন, স্বতন্ত্র প্রার্থীদের জন্য যে সকল প্রতীক দেওয়া আছে তার মধ্যে স্পষ্ট প্রতীক হলো কাঁচি। ভোটের মাঠে বড় একটি অংশ হচ্ছে সাধারণ ভোটার। ব্যালট পেপারে স্পষ্ট দেখা যাবে যা সহজেই ভোটারের নজরে আসবে এমন টায় বলেন তিনি।

তিনি আরো বলেন, আমি গত ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত চৌহালী উপজেলার পরিষদের চেয়ারম্যান নিবার্চিত হয়েছিলাম। সাধারণ জনগণ আমাকে ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়ে ছিলেন। আমি একটা কথায় বার বার বলি জনগণ যদি সাথে থাকেন তাহলে শত জয় লাভ করতে পারবো ইনশাআল্লাহ।

Exit mobile version