নিউজ ডেস্ক :

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েকদিন ধরেই তীব্র শীত অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে।যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। এ দিন সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিলো ১০ দশমকি ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ দিকে, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া মানুষ।হাড় কাঁপানো শীতের প্রকোপ থেকে বাঁচতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। যানবাহনগুলোকে সকালের দিকেও হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ বলেন এ জেলার তাপমাত্রা ক্রমশ কমছে।গত কয়েকদিন ধরে পঞ্চগড়ে ১১-১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করলেও আজকে তা নেমে এসেছে ১০ দশমিক ৩ ডিগ্রিতে।সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমে মৃদু কিংবা মাঝারি শৈত্যপ্রবাহ বইতে পারে বলেও জানান এই কর্মকর্তা।

Exit mobile version