মোহাম্মদ শাহ এমরান, টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা :

২২ নভেম্বর গভীর  রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে ৯০,০০০ (নব্বই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। 

গোপন সংবাদর ভিত্তিতে, (২২ নভেম্বর) গভীর  রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৪ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ উত্তর দিকে মহেষখালীর ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপি হতে একটি চোরা টহলদল উক্ত এলাকায়  কয়েকটি উপদলে বিভক্ত হয়ে  অভিযান পরিচালনা করে।

এসময়  একদল চোরা কারবারি দল  একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূণ্য লাইন হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। বিজিবি টহলদল  নৌকার গতিবিধি সন্দেহজনক  হওয়ায়  তাদের চ্যালেঞ্জ করলে নৌকায় আরোহিত ব্যক্তিরা  পালিয়ে যায়।

পর ঐ স্হান থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ০২টি পোটলা উদ্ধার করা হয়। এতে  ৯০,০০০ (নব্বই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।  এছাড়াও অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে কাঠের নৌকাটিও জব্দ করা হয়, এবং চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবি ২ ব্যাটলিয়ন সূত্রে নিশ্চিত করে।

Exit mobile version