মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে নিখোঁজ হওয়ার একদিন পর উদ্ধার হলো পাঁচ বছরের শিশু নাজিমের মরদেহ।

বুধবার (৯ জুলাই) সকালে রাজারহাট উপজেলার ডাংরারহাট বাজারের পাশে তিস্তা নদীতে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে রাজারহাট ও রংপুর ফায়ার সার্ভিসের যৌথ ডুবুরি দল। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত নাজিম বিদ্যানন্দ ইউনিয়নের রফিকুল ইসলামের তৃতীয় সন্তান। মঙ্গলবার বিকেলে সে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়। সবার অজান্তে নদীতে পড়ে ডুবে যায় সে—এমনটাই ধারণা করছেন স্থানীয়রা।

রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু তাহের জানান, নদীর ঘাটে বাঁধা একটি নৌকার পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটির করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Exit mobile version