ডালিম কুমার দাস টিটু, লক্ষ্মীপুর সংবাদদাতা :

লক্ষ্মীপুরে একাধিক ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

আজ বুধবার (৯ জুলাই) বিকেলে সদর হাসপাতালের গেইট সংলগ্ন এসআর রোডে ৪ টি ফার্মেসীতে অভিযান চালান ভ্রাম্যমান আদালত।

ফার্মেসীগুলো হোলো কেয়ার হাসপাতালের ফার্মেসী, ১০ হাজার টাকা, নিউ লাইফ ফার্মেসী স্বত্বাধিকার সুমন চন্দ্র দাস, জরিমানা ৫ হাজার টাকা মেসার্স কহিনুর মেডিকেল হল স্বত্বাধিকার শুভ ৫ হাজার টাকা এবং জমজম ফার্মেসীতে অভিযান চালালেও কোন জরিমানা করা হয়নি। এসকল ফার্মেসীতে বিভিন্নরকম মেয়াদোত্তীর্ণ ঔষধ, অবৈধ ঔষধ, সেম্পলের ঔষধ বিক্রির দায়ে জরিমানা করে সতর্ক করা হয়। জরিমানা পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

এসময় ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান  বলেন মেয়াদোত্তীর্ণ ঔষধ, অবৈধ ঔষধ, সেম্পলের ঔষধ বিক্রির দায়ে সতর্কতা মূলকভাবে ফার্মেসীগুলোতে জরিমানা করা হয়।  জনস্বার্থে অভিযান অব্যাহত থাকার কথাও বলেন তিনি।

Exit mobile version