তিমির বনিক,মৌলভীবাজার সংবাদাতা :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক শিক্ষকের বাড়িতে মিললো বিষধর শঙ্খিনী সাপ। বিষাক্ত শঙ্খিনী সাপটি উদ্ধার করেছে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন।শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব (সজল) জানান, শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেব জীবন এর ইছবপুর এলাকার বাড়িতে একটি শঙ্খিনী সাপ ঢুকে পড়ে।

মঙ্গলবার (১৪ই নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কল্যান দেবের স্ত্রী শয়নকক্ষে প্রবেশ করার সময় সাপটি দেখতে পান। এ সময় বাসার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।কল্যান দেব জানান, তিনি তাৎক্ষণিক বিষয়টি বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেবকে খবর দেন। সেবা ফাউন্ডেশনের তারা ঘটনাস্হলে এসে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন।

সজল দেব জানান, সাপটি এখন বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে রাখা হয়েছে। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। আগামীকাল সকালে সাপটিকে বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Exit mobile version