সোহাগ হোসেন, বেনাপোল সংবাদদাতা :
যশোরের শার্শায় ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাহাজান আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (১২ নভেম্বর) বিকাল ৩ টার সময় তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন, শার্শা উপজেলার গোগা কারিগার পাড়া গ্রামের মৃত, শের আলীর ছেলে শাহাজান আলী (৪৫)।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সূত্রে জানা গেছে, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোগা গ্রামের কারিগার পাড়ায় অবস্থিত শাহাজান আলীর নিজ বাড়ি থেকে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শেখ আবুল কাশেম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে