নিউজ ডেস্ক :

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব নেই বরগুনায়। হরতাল শুরুর পর বিএনপির কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। তালাবদ্ধ রয়েছে গেছে বিএনপির দলীয় কার্যালয়ও।

তবে সকাল থেকেই শহরে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

হরতালে জেলার অভ্যন্তরীণ ও বরিশাল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে বন্ধ ঢাকার সঙ্গে বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। স্বাভাবিক ভাবে চলছে বরগুনার সব ব্যবসা প্রতিষ্ঠান।

অন্যদিকে হরতালে প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ। ফলে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Exit mobile version