নিউজ ডেস্ক :

বিএনপির হরতালের বিরুদ্ধে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।রোববার (২৯ অক্টোবর) সকালে উত্তর তেমুহনী, ভবানীগঞ্জ চৌরাস্তা ও ঝমুর এলাকায় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শান্তি সমাবেশ করতে দেখা যায়। তবে মাঠে বিএনপি-জামায়াতের কাউকে দেখা যায়নি।

এদিকে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় শান্তি সমাবেশে আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতলব, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, সদর থানা আওয়ামী লীগের সহ- সভাপতি মাহবুবুল হক মাহবুব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, কৃষকলীগের সভাপতি সিএম আব্দুল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিম বাবরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অন্যদিকে শহরের ঝুমুর এলাকায় জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে শান্তি সমাবেশে অংশ নেয় শতাধিক নেতাকর্মী। সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের সেখানে অবস্থান করতে দেখা যায়।

Exit mobile version