নিউজ ডেস্ক :

শেরপুরে সকাল-সন্ধ্যা হরতালে মাঠে নেই বিএনপি। তবে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকালে শহরে শান্তি মিছিল বের করা হয়।

পরে শহরের নিউ মার্কেট মোড়ে শান্তি সমাবেশের আয়োজন করা হয়।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর নেতৃত্বে এ শান্তি মিছিল ও সমাবেশে জেলা আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এদিকে বিএনপির ডাকা হরতালে বিএনপি মাঠে না থাকায় শহরের সকল প্রকার যান চলাচল করে এবং সকল প্রকার দোকানপাঠ খোলা রয়েছে। এছাড়া সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা ও অফিস পাড়ায় হরতালের কোনো প্রভাব পড়েনি। সবখানেই স্বাভাবিক কাজকর্ম চলেছে।

এছাড়া শনিবার রাতে বাস কোচ মালিক সমিতি থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচলের ঘোষণা দেওয়া হলেও বেশিরভাগ মালিক-শ্রমিক রাস্তায় বাধাগ্রস্ত হওয়ার ভয়ে বাস চলাচল বন্ধ রেখেছে।তবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল ও নজরদারি করতে দেখা গেছে।

Exit mobile version