নিউজ ডেস্ক :

ময়মনসিংহ জেলাজুড়ে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতভর পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ৩৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তাদেরকে সাম্প্রতিক সময়ের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) জেলার থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে কথা বলে জানা গেছে, মুক্তাগাছায় সাতজন, কোতোয়ালি মডেল থানা, ফুলবাড়িয়া ও ফুলপুর থানায় দুইজন করে, নান্দাইলে ও ভালুকায় পাঁচজন করে, হালুয়াঘাট ও ধোবাউড়া ও তারাকান্দা, গফরগাঁও থানায় একজন করে, ত্রিশাল ও গৌরীপুরে তিনজন করে মোট ৩৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। সাম্প্রতিক বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তারা।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, পুলিশ প্রতিটি নেতা-কর্মীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে। নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। কিন্তু যারা সমাবেশে যোগ দেওয়ার তারা ঢাকায় চলে এসেছে। এসব করে সমাবেশ ঠেকানো যাবে না।

তিনি আরও বলেন, এত দিন সরকার বলেছে সমাবেশে বাধা দেবে না, রাস্তাঘাট বন্ধ করবে না। কিন্তু সেসব কথা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। রাস্তায় বাস, ট্রাক, মাইক্রোবাসসহ সব বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এ সরকার জনদুর্ভোগ সৃষ্টিকারী সরকার। এটি সরকারের রাজনৈতিক পরাজয়।

Exit mobile version