নিউজ ডেস্ক :
সনাতন ধর্মের বড় আয়োজন দুর্গোৎসব। উৎসবকে ঘিরে নতুন পোশাকের চাহিদা থাকে তরুণ-তরুণীদের। পূজায় নতুন পোশাক না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছেন ঝুমা গুহ। টাঙ্গাইলের মধুপুরের এই ঘটনায় গলায় ওড়না পেঁচিয়ে গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি।জানা গেছে, সোমবার (২৩ অক্টোবর) দুর্গোৎসবের নবমীর সন্ধ্যা রাতে মধুপুর পৌর শহরের দেবের বাড়ি পূজা মণ্ডপের পাশে এ ঘটনা ঘটেছে।
নিহত ঝুমা ওই এলাকার দর্জি জনৈক নিতাই চন্দ্র গুহের মেয়ে। সম্প্রতি তিনি স্বামী থেকে ডির্ভোস নিয়েছেন। স্থানীয়রা জানান, ঝুমা মানসিক ভারসাম্যহীন ছিলেন।ঝুমার ভাই নবীন চন্দ্র গুহ জানান, দরিদ্র বাবার কাছ থেকে পূজায় আমরা কেউ কিছু পাইনি। বাবা দিতে পারেননি। এ নিয়ে ঝুমার দুঃখ ছিল।
এ দুঃখে আজ বিকেল থেকে ঝুমা ক্ষিপ্ত হয়ে সবার সাথে খারাপ আচরণ করেছেন। সন্ধ্যার পর সবার অলক্ষ্যে বাড়ির কাছের পূজা মণ্ডপের পাশের গাছের বাগানে ওড়না দিয়ে ফাঁস দেয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাশ দিয়ে স্কুলের ছাত্ররা টর্চ লাইট জ্বালিয়ে যাওয়ার পথে ঝুমাকে ঝুলতে দেখে চিৎকার করে উঠে।আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি দেখতে পায়।এ ব্যাপারে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, বিষয়টি দুঃখজনক; এইমাত্র খবরটি পেলাম। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।