নিউজ ডেস্ক :

কিশোরগঞ্জের ভৈরবে আন্তনগর এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেন একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় এ পর্যন্ত ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম-সিলেট ও ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। ভৈরব রেলওয়ে থানার ওসি মো. আলিম হোসেন শিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, ভৈরবে যাত্রীবাহী এগারসিন্দুর এক্সপ্রেস গোধূলি ট্রেন ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেনের নিচে এখনও অনেক লাশ চাপা পড়ে আছে।ফায়ার সার্ভিস জানায়, এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা শতাধিক হতে পারে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রাও অংশ নিয়েছেন বলে জানান তিনি।

Exit mobile version