ময়মনসিংহের তারাকান্দায় লাইছ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় আজিজুল হক (৪০) নামে অভিযুক্ত প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ অক্টোবর) দুপুরে ২টার দিকে উপজেলার সদরের নতুন বাজার কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লাইছ উদ্দিন ওই এলাকার আমির শেখের ছেলে। আটক আজিজুল হক একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লাইছ উদ্দিন দুপুরে বাড়ির উঠানে বসে পুরাতন কার্টন পরিষ্কার করছিলেন। এ সময় আজিজুল হক দা দিয়ে কুপিয়ে পালিয়ে যান। স্থানীয়রা লাইছকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জাগো নিউজকে বলেন, ঘটনার পর অভিযুক্ত আজিজুল হককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খুনের কারণ জানতে তদন্ত চলছে।

Exit mobile version