নিউজ ডেস্ক :

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে আলামিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা বন্ধু আল আমিন শেখকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলামিন সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে আলামিন তার বন্ধুর সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা আলামিন ও তার বন্ধু আল আমিন শেখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলো পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরুতহাল প্রতিবেদন তৈরি । 

করেসিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস ঢাকা পোস্টকে বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা গভীর রাত পর্যন্ত সেখানেই ছিলাম। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তারপরও কি কারণে এই হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version