মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :

ঢাকা থেকে গ্রামের বাড়ি ভারত‌ সীমান্ত এলাকা কুড়িগ্রামের ফুলবাড়ী এসেও রক্ষা পেলেন না সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার (২৭)।

গ্রেফতার নেত্রী দোলন জেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের মে‌য়ে।

গ্রেপ্তার এড়াতে ঢাকা থেকে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী এসেও রক্ষা পেলেন না নিষিদ্ধ ঘোষিত সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার (২৭)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রীর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার এড়াতে দোলনা আক্তার ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। বর্তমানে সারা দেশে ডেভিল হান্ট অপারেশন চলমান। ঢাকা থেকে তিনি গ্রামের বাড়ি ফুলবাড়িতে এসেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকরা মামলায় দোলনা আক্তারকে গ্রেফতার দেখানো হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ছাত্র-জনতার উপর হামলার মামলায় আটক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তারকে আগামীকাল সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Exit mobile version