বাংলা ভয়েস ডেস্ক :

মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে এক বৈঠক শেষে এ ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম মাসুদুল হক।

এদিকে ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লেখেন, পর্যায়ক্রমে সকল ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্তকে স্বাগত জানাই।

গতকাল সোমবার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকরা। মঙ্গলবার সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।

এর আগে রবিবার দুপুরে রাজধানীর শাহবাগে ৬ দফা দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের পদযাত্রা কর্মসূচিতে সাউন্ড গেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে ছয়জন আহত হয়েছেন।

Exit mobile version