প্রতিবেদক: শাহ আলম সরকার

ছাত্র-জানতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের তোষামোদকারী ও সুবিধাভোগী শিল্পী মো: আহসান হাবিব নাসিম ও রওনক হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে।

ফৌজদারি মামলার নথিপত্রে দেখা যায় অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি মো: আহসান হাবিব নাসিম ৫৫ নং মামলার আসামী ও অভিনয়শিল্পী সংঘের সাবেক সাধারণ সম্পাদক রওনক হাসান ৫৬ নং মামলার আসামি।

এদিকে দেখা যাচ্ছে অভিনয়শিল্পী সংঘের নিবার্চনের সভাপতি পদপ্রার্থী মো: আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী রওনক হাসান।

প্রশ্ন উঠেছে আন্দোলনকারী ছাত্র-জনতার বিরুদ্ধে উস্কানিদাতা মো: আহসান হাবিব নাসিম ও রওনক হাসান কিভাবে অভিনয়শিল্পী সংঘের নিবার্চনে প্রার্থী হয়?

আবার দেখা গিয়েছে শেখ হাসিনার সরকার পতনের পরও তারা বর্তমান সরকারের বিরুদ্ধে নানান উস্কানি দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছেন। আন্দোলনের সময় ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে মানববন্ধন, বিটিভিতে গিয়ে বিষাদাগার সৃষ্টি করতে দেখা গিয়েছে দু’জনকে।

বাংলা ভয়েস টিমের হাতে তাদের দু’জনের স্বাক্ষরিত একটি প্রতিবাদ এর নোটিশ পায়।

সেখানে বলা হয়েছে, বাঙালির সবচেয়ে গৌরবময় অধ্যায় ১৯৭১ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ।মুক্তিযোদ্ধারা তাঁদের সর্বস্ব বাজি রেখে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশ রাষ্ট্রের জন্য দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু বাঙালি তার শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে যাবে। কোটা সংস্কার এর যৌক্তিক আন্দোলন নিয়ে আমাদের কিংবা রাষ্ট্র কারো কোনো বিভেদ নেই। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর যে কোনো যৌক্তিক রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।

কিন্তু এই কোটা আন্দোলনকে ইস্যু করে যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করছেন এবং রাজাকারদের প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন তাদের প্রতি তীব্র নিন্দ্য, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। মনে রাখতে হবে…

তুমি কে? আমি কে? বাঙালি বাঙালি……. এই স্লোগান গান বাঙালি জাতির সবচেয়ে গর্বের স্লোগান। জয় বাংলা।

প্রশ্ন হচ্ছে অভিনয় শিল্পী সংঘের মতো টেলিভিশনের এতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে উনারা এভাবে অভিনয়শিল্পী সংঘের প্যাডে লিখিত সিগনেচার করে ,জয়বাংলা বলে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে এবং গনমানুষের বিপক্ষে কোনও শিল্পী ও সুস্থ মানুষরা কি দাঁড়াতে পারে ? এই সংগঠন কি ফ্যাসিস্ট আওয়ামী পতিত সরকারের সংগঠন ? আওয়ামী সাংস্কৃতিক বয়ান তৈরি করা এই সংগঠনের কাজ নাকি টেলিভিশন ও ডিজিটাল প্লাটফর্মে কাজ করা সকল অভিনয় শিল্পীদের সংগঠন ?

Exit mobile version