মোবাশ্বের নেছারী,কুড়িগ্রাম সংবাদদাতা :

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ মে) সকাল ৬টার দিকে তিন কিলোমিটার ভাটি এলাকা উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ইব্রাহিম ও ইমরান আপন দুই ভাই। শনিবার বেলা ৩টার দিকে উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামের ব্রহ্মপুত্র নদে ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮) নামের দুই শিশু গোসল করতে নেমে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়দের সহায়তায় অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, শিশু দুটির লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Exit mobile version