মোহাম্মদ শাহ এমরান টেকনাফ, (কক্সবাজার)

কক্সবাজার জেলায় সাম্প্রতিক সময়ে সরকারিভাবে ভর্তুকির বিভিন্ন চাল, তেল অবৈধভাবে মজুতকরণের বিষয়টি র‌্যাব-১৫ এর দৃষ্টিগোচর হয়। এ পরিপ্রেক্ষিতে র‌্যাব-১৫, কক্সবাজার উক্ত অবৈধ মজুতদার চক্রের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল জানতে পারে যে, কক্সবাজার জেলার সদর থানাধীন পৌরসভার ০৫নং ওয়ার্ডের রোমালিয়াছড়া এলাকার হালিম ম্যানশন এর ২য় তলার ভাড়াটিয়া অরুণ কান্তি মিত্র’র ভাড়া বাসার ভিতর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর বিপুল পরিমাণ মালামাল অবৈধ ভাবে সংগ্রহ করতঃ অধিক মুনাফায় কালোবাজারে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে   কক্সবাজার  র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় রাত ০২.০০ ঘটিকার সময় অভিজা চালালে অবৈধভাবে হেফাজত হতে সর্বমোট ১৯টি কার্টুনে মোট ৩৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার করে।

জানা যায় গ্রেফতারকৃত আসামীর স্থায়ী ঠিকানা-  অরুণ কান্তি মিত্র (৪৮), পিতা-মৃত শান্তি পদ মিত্র, সাং-হাশিমপুর (মিত্র পাড়া), হাশিমপুর ইউনিয়ন, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম, এ/পি- সে অস্থায়ী ভাড়াটিয়া হিসাবে রোমালিয়াছড়া, হালিম ম্যানশন এর ২য় তলার ভাড়াটিয়া, ০৫নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত টিসিবি এর বিপুল পরিমাণ মালামাল অবৈধ ভাবে সংগ্রহ পূর্বক অধিক মুনাফায় বিক্রয় করার উদ্দেশ্যে তার ভাড়াটিয়া বাসায় মজুদ রাখে। আসামীর বাসায় মজুদ থাকা সরকারী প্রতিষ্ঠান টিসিবির বর্ণিত মালামালের বিষয়ে জিজ্ঞাসাবাদে ধৃত আসামী বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নি। সরকারিভাবে ভর্তুকির বিভিন্ন চাল, তেল অবৈধভাবে মজুত উক্ত স্থানে মজুদ করেছিল এবং একপর্যায়ে উপরোল্লিখিত র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।

গ্রেফতাকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Exit mobile version