শার্শা (যশোর) সংবাদদাতা

যশোরের ঝিকরগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযানে সাবেক ইউপি সদস্যসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে।

সোমবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার সয়ম ঝিকরগাছা উপজেলার খলসী গ্রামের কচুয়ার বিলে একটি মাছের ঘেরের টং ঘর থেকে তাদেরকে আটক করা হয়।

এসয় তাদের কাছ থেকে ৩ শত ৮১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটক আসামীরা হলেন, ঝিকরগাছার খলসী গ্রামের মৃত গহর আলীর ছেলে সাবেক মেম্বার শরিফুল ইসলাম (৫৩), যশোর কোতয়ালী মডেল থানার খিতিব’দিয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে হায়দার আলী (৫৮), ও সাতক্ষীরা কলারোয়ার পিছলাপোল গ্রামের মৃত কিতাব আলী মোড়লের ছেলে মিলন হোসেন (৩৫)।

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version