মাহিউর রহমান, মির্জাপুর প্রতিনিধি
টাঙ্গাইল সখিপুরে ফাইলা পাগলার মেলায় পুলিশের অভিযানে মা”দ”ক সেবনের ৫০ থেকে ৬০ টি ছাপড়া ঘর ধ্বং’স করা হয়।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান এর নেতৃত্বে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।
আজ (১৯ জানুয়ারি) শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় সখিপুর থানাধীন ফাইলা পাগলার মেলায় মা’দ’ক দ্রব্য উদ্ধারের লক্ষে বিশেষ অভিযান পরিচালনা করে।
মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত সাধু সন্ন্যাসিদের মাদক বিক্রির এবং সেবনের প্রায় ৫০ থেকেম৬০ টি ছাপড়া ঘর ধ্বং’স করা হয়। উল্লেখিত ছাপড়া ঘর সমূহ হতে গাজা ক্রয় বিক্রয় হতো।
এ গাজা মেলায় আগত উঠতি বয়সের যুবক ছেলেরা ক্রয় করে উক্ত ঘরের মধ্যে বসেই সেবন করতো