মোঃ সোহাগ হোসেন, শার্শা, যশোর

যশোরের বেনাপোলে ৭শ’ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নয়ন হোসেন (২৫) ও বিল্লাল হোসেন (২১) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে যশোর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৬ এর সদস্যরা।

সোমবার (১৫ জানুয়ারি) রাতে বেনাপোল পুটখালী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক দুই মাদক কারবারি হলেন, বেনাপোল পুটখালি উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে নয়ন হোসেন, ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে বিল্লাল হোসেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে মাদক নিয়ে এসে দেশের বিভিন্ন এলাকার সরবরাহ করতো। এমন গোপন সংবাদের মাধ্যমে গতকাল দিবাগত রাতে পুটখালী উত্তর পাড়ার আহসানুর রহমানের আম বাগানের উত্তর পাশে অভিযান চালিয়ে ৭শ’ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাদের দুইজনকে আটক করে।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত থানায় আসামী হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version