মোঃ সোহাগ হোসেন, (শার্শা) যশোর

যশোরের বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ৪ টি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার সময় বেনাপোল বাইপাস সড়কের কালভার্টের নিচ থেকে এ ককটেল বোমা গুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়রা লাল স্কচটেপ মোড়ানো ৪ টি ককটেল বোমা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ককটেল বোমা গুলো উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত ককটেল বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করে থানায় এনে পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এবং কে, বা কারা ককটেলগুলো রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Exit mobile version