উপজেলা প্রতিনিধি (শার্শা) যশোর

পুটখালি গ্রামের স্বর্ণ কারবারি মো. সাকিব হোসেন এবার ৪০ (চল্লিশ) বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার হয়েছে।

বুধবার (১০জানুয়ারি) বিকাল ৩ ঘটিকার সময় যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার মো. সাকিব হোসেন (২০) যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের মো. ইয়াজুল ইসলামের ছেলে।

জানা গেছে, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ক’ সার্কেল কর্তৃক যশোর পৌর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে ৪০ (চল্লিশ) বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেন।

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসলাম হোসেন জানান, আসামীর বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে পূর্বে একটি স্বর্ণ চোরা কারবারির মামলা আদালতে বিচারধীন রয়েছে বলেও তিনি জানান।

Exit mobile version