তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে আলোচিত ঘটনা কলেজ ছাত্র নাঈম হত্যা কান্ডে জড়িত থাকা হত্যাকারীদের জেল হাজতে আটক রেখে সুষ্ঠ ও ন্যায় বিচার নিশ্চিত সহ সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মৌলভীবাজার প্রেসক্লাব চত্তরে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ৯ জানুয়ারী মৌলভীবাজার জেলাবাসী ও জেলা সদর ডেকোরেটার্স মালিক সমিতির ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা  জানান ঘরে ডুকে মা বাবার চোখের সামনে ছেলেকে এই ভাবে হত্যা করেও যদি অপরাধীরা শাস্তি না পেয়ে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আসে তাহলে দেশে আর সুষ্ট বিচার বলতে কিছুই থাকবে না,তাই নাঈম হত্যায় জড়িত আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আগামীতে তারা আরও কঠুর কর্মসূচির ডাক দিবে।

এদিকে স্মারক লিপিতে নাঈমের বাবা চেরাগ মিয়া উল্লেখ করেছেন হত্যাকান্ডের সাথে জড়িত থাকা দুই আসামী হাইকোর্ট থেকে আগাম জামিন প্রাপ্ত হন,এবং জেলহাজতে আটককৃত প্রধান আসামী নুরুল সহ বাকি আসামীরাও জামিনে মুক্তি পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এমতাবস্তায় আটককৃত হত্যাকারীরা যদি জামিনে মক্ত হয় তাহলে নাঈমের পরিবার আবারো সেই হামলার স্বীকার হবেন বলে আতঙ্কে রয়েছেন।

জানা গেছে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকায় ফেসবুকে পোস্ট ও ফেইক আইডি খোলার মিথ্যা অভিযোগে ওই এলাকার চিহ্নিত অপরাধী নুরুল ইসলাম ও তার সহযোগীদের হামলায় রেজাউল করিম নাঈম নামের এক কলেজেছাত্র খুন হন।
এরপর একই এলাকার নুরুল কে প্রধান আসামী করে ১০ জনের নাম উল্লেখ করে নাঈমের বাবা একটি মামলা দায়ের করেন।বর্তমানে তারানিরাপত্তাহীনতায় ভূগছেন।

Exit mobile version