মির্জাপুর সংবাদ দাতাঃ

মির্জাপুরে ইলেকট্রিক শক দিয়ে অভিনব পন্থায় নির্বিচারে চলছে মাছ শিকার। উপজেলার বিভিন্ন এলাকায় বংশাই নদী ও ঝিনাই নদীর পারঘেসা খাল, বিল হাওরে ইলেকট্রনিক্স সার্কিট দিয়ে অবৈধ পন্থায় মাছ শিকারের প্রবনতা বৃদ্ধির পাশাপাশি দুর্ঘটনার আশংকাও বেড়ে চলছে। এতে মাছের পোনা ও ডিম সহ নষ্ট হচ্ছে নানান জলজ প্রাণী যা ভবিষ্যতের জন্য হুমকি স্বরুপ। প্রশাসন এমন ঘটনার বিরুদ্ধে দ্রুত অভিযান না চালালে পরিবেশের ভারসাম্য ভয়ংকর ক্ষতিগ্রস্থ হবে।

মির্জাপুর, উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামে সন্ধ্যার পর থেকেই খালে বিলে অহরহ দেখা যায় অবৈধ পন্থায় মাছ শিকারের দৃশ্য । স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২৪ ভোল্টের ব্যাটারি চার্জ দিয়ে ইনর্ভাটার মেশিনের মাধ্যমে ডিসিকে এসিতে রুপান্তর করা হয়। পরবর্তীতে পানিতে নেগেটিভ আর লাঠির সাথে জাল বেঁধে ওই লাঠির মাথায় বিদ্যুতের পজেটিভ লাইনটি দিয়ে পানিতে প্রবেশ করানো হয়। এতে চারপাশের প্রায় ১৫-২০ ফিট পানি বিদ্যুতায়িত হয়ে ওই স্থানে থাকা জলজ প্রাণীসহ সকল মাছ মারা যায়।

এদিকে এভাবে মাছ ধরতে গিয়ে আহত হচ্ছে অনেকেই। যেহেতু রাতের আঁধারে লুকিয়ে মাছ শিকার করা হয় এজন্য অন্ধকারে একটু অসতর্ক হলেই ঘটে যেতে পারে প্রাণহানির মতো বড় দুর্ঘটনা।

মির্জাপুর উপজেলা থলপাড়া গ্রামের স্থানীয় লোকজনের কাছে এবিষয়ে জানতে চাইলে তারা জানান , অনেকদিন ধরে এরকম অবৈধ ভাবে মাছ শিকার চলছে তারা আমাদের বারণ কোন ভাবেই মানছে না। প্রশাসনকে ব্যাবস্থা নেওয়ার দাবি জানায় এলাকাবাসী।

Exit mobile version