ডেস্ক

মালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে ২৫ মিটার দূরে পরিত্যাক্ত এক জায়গায় একটি মর্টারশেল পাওয়া গেছে।
সোমবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কোজগড় এলাকায় এই মর্টারশেলটি দেখতে পান স্থানীয়রা। স্থানীয় শ্রমিক জাহাঙ্গীর তিনি বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দেখতে পাই বোমার মতো একটি বস্তু। পরে আমি সাথে সাথে বিষয়টি আমার দোকান মালিক ও স্থানীয় মেম্বারকে জানাই।
স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান বাবুল বলেন, আমি খবর পেয়ে  ঘটনাস্থলে আসি। এরপর জিনিসটা ধরে দেখি আমি। জিনিস টার পেছনে পাখার মতো আছে। এরপর মাঝখানে গোল আবার সামনে চিকন বা সরু। পরে একটু নাড়াচাড়া করি। এরপর আমার এক বড় ভাইকে জানাই, যিনি সাবেক পুলিশ সদস্য। পরে তিনি এসে দেখে বলেন, এটি একটি বোমা। এরপর আমরা পুলিশকে জানাই।

পুলিশ ও র‍্যাব খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়।  মর্টারশেলটি দেখতে ভিড় করছে উৎসুক জনতা। তাই এর আশপাশের জায়গাজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। এই ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, আমরা জেলা প্রশাসনের মাধ্যমে ঘাটাইল ক্যান্টনমেন্টে যোগাযোগ করেছি। আগামীকাল সকালে ঘাটাইল ক্যান্টনম্যন্ট থেকে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল এসে মর্টারশেলটি উদ্ধার করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে মর্টারশেলটি কীভাবে এখানে এসেছে তা জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

Exit mobile version