মোঃমনির মন্ডল,সাভার সংবাদদাতা :

আশুলিয়ায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

আটককৃতরা হলেন, লালমনিরহাট জেলার মো. শফিকুল ইসলাম (৩৫) ও মো. সোহানুর ইসলাম রুবেল (৩২)। 

র‌্যাব কর্মকর্তা রাকিব মাহমুদ খান বলেন,বৃহস্পতিবার ভোর রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করে। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরষ্পর যোগসাজশে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের নিকটবর্তী বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version