মোঃ সোহাগ হোসেন, বাগআঁচড়া শার্শা

যশোরের বেনাপোলে মোছাঃ রহিমা খাতুন (৪২) ও স্বপন কুমার খাঁ (৭০) নামে এক ভারতীয় নাগরিকসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ) দুপুরে পৃথক দুটি অভিযানে তাদের দুইজনকে আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের আব্দুস সালামের স্ত্রী মোছাঃ রহিমা খাতুন (৪২) ও ভারতের বনগাঁ থানার জয়পুর গ্রামের মৃত গনেশ চন্দ্র খাঁর ছেলে স্বপন কুমার খাঁ (৭০)।

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সূত্রে জানা গেছে, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে মোছাঃ রহিমা খাতুন কে ৬ কেজি গাঁজা ও স্বপন কুমার খাঁ কে ০৫ বোতল বিদেশি মদ সহ হাতেনাতে আটক করা হয়।

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আসলাম হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুই আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Exit mobile version