অন্তু কুমার দাস (হৃদয়), টাঙ্গাইল সংবাদদাতা :

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী ও শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৩ জন।
আজ (২৬ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ভুঞাপুর উপজেলার ঘাটান্দি শিয়ালকোল গ্রামের হিরামন বেওয়া(৭০) ও কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নাগবাড়ী গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে আব্দুল্লা (১১)।

তারা সিএনজির যাত্রী ছিলো বলে জানা যায়।পুলিশ ও স্থানীয়রা জানায়, সাগরদিঘী পরিবহনের একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইল থেকে কালিহাতীর দিকে যাচ্ছিলো বিপরীত দিক থেকে টাঙ্গাইলমুখী বালুভর্তি একটি ট্রাক সিএনজিকে ওভারটেক করতে যায়।

এ সময় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বালুভর্তি ট্রাকটি উল্টে সিএনজির উপরে পড়ে যায়।

এতে সিএনজিতে থাকা ৫ জন যাত্রী গুরতর আহত হয়। আহতদের মধ্যে দুইজনকে কালিহাতী স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, এ ঘটনায় দুইজন নিহত হয়েছে।

এদের মধ্যে ১ জন নারী ও ১ জন শিশু, বাকী ৩ জনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version