শাহ আলম সরকার সিরাজগঞ্জ সংবাদদাতা :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থী মমিন মন্ডল (এমপি) দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ (৩০ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া’র নিকট এই মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আব্দুল আলিম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি আহমেদ মোস্তফা খান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজসহ মনোনয়নপত্রে উল্লিখিত প্রস্তাবকারী ও সমর্থকারীগণ।