নিউজ ডেস্ক :

সাতক্ষীরার শ্যামনগরে বোরকা পরে বউ খুঁজছিল যুবক।চোর ভেবে বোরকা পরা ওই যুবককে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।বুধবার (২৯ নভেম্বর) শ্যামনগর উপজেলার বাদঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। আটক কামরুল ইসলাম (৩৫) মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামের বাসিন্দা।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শ্যামনগর সদরের বাদঘাটা সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমানের বাড়ির সামনে থেকে বোরকা পরা অবস্থায় কামরুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। তাদের সন্দেহ সে চুরি করতে এসেছিল।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আটক কামরুল জানান, তার দুই বউ। ছোট বউ বাড়ি থেকে পালিয়ে গেছে। এ জন্য বোরকা পরে তাকে খুঁজছিল সে। থানায় তার বিরুদ্ধে কোনো চুরি অভিযোগের রেকর্ড নেই।

তবে মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে। বিষয়টি আরও তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version