মোঃ সোহাগ হোসেন, বেনাপোল সংবাদদাতা :

যশোরের শার্শা উপজেলার কায়বা ১০ মামলার আসামি মোঃ আমেজদ হোসেন (৪৯) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৮ টার সময় তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক মোঃ আমজেদ হোসেন শাশা উপজেলার ৭ নাম্বার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামের মৃত হোসেন আলী দালালের ছেলে।

পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়। এছাড়াও তার নামে বিভিন্ন থানায় ১০ টি মামলা রয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আকিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Exit mobile version