শাহ আলম সরকার সিরাজগঞ্জ সংবাদদাতা :

আজ (২৯ নভেম্বর) বুধবার সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র উত্তোলন করলেন সাবেক মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস।

বেলকুচি উপজেলা পরিষদ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্রটি উত্তোলন করেন।

গতকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুলকে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে বাদ পড়া দলীয় মনোনয়ন প্রত্যাশী ও তৃণমূল আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছিলেন আব্দুল লতিফ বিশ্বাস।

একদিনের মাথায় আজ সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র উত্তোলন করলেন সাবেক মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস।

গত মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে বেলকুচি পৌর এলাকার কামারপাড়াস্থ সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের বাসভবনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল।

সভা শেষে দলীয় ও সমর্থকদের মতামতের ভিত্তিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নুরুল ইসলাম সাজেদুলের নাম ঘোষণা করে ছিলেন সভার প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস।

উক্ত সভায় সভাপতিত্ব করেছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ, সাবেক দপ্তর সম্পাদক গাজী আব্দুল মালেক তালুকদার, সাবেক মুক্তিযুদ্ধো বিষয়ক সম্পাদক গাজী ফজলুল হক সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, পৌর আওয়ামী লীগের সভাপতি মীর্জা শরিফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মীর্জা সোলায়মান হোসেন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস প্রমুখ।

Exit mobile version