নিউজ ডেস্ক :

সংসার জীবন নিয়ে অভিযোগ নেই এমন মানুষের সংখ্যা নেহাতই কম। অনিচ্ছা সত্ত্বেও সংসারের ঘানি টানতেই থাকেন একজন পুরুষ।

এবার সেই সংসার জীবন থেকে মুক্তি পাওয়ার আনন্দে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন আব্দুল হান্নান মিয়া। ১৬ বছরের সংসার জীবনের ইতি ঘটায় এমন পদক্ষেপ নেন তিনি।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করেন আব্দুল হান্নান মিয়া। এ ঘটনায় এলাকাজুড়েই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

আব্দুল হান্নান মিয়া (৪০) ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্যে উড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এর আগে প্রায় ৫ বছর প্রবাসে ছিলেন তিনি।

জানা গেছে ১৬ বছর আগে আয়শা বেগমকে বিয়ে করেন আব্দুল হান্নান। তাদের ১৫ ও ১২ বছরের দুই ছেলে রয়েছে। বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ ছিল।

এই কলহের জেরে সম্প্রতি তার স্ত্রী বাবার বাড়িতে চলে যায়।এরপর আদালতে গিয়ে তার স্ত্রী এফিডেভিটের মাধ্যমে হান্নান মিয়ার সঙ্গে বিচ্ছেদ ঘটায়।আইনগতভাবে এই বিচ্ছেদ হওয়ায় আব্দুল হান্নান ঝামেলা থেকে মুক্তি পেয়েছেন বলে দাবি করেন। 

দুধ দিয়ে গোসলের সময় তিনি বলেন, দীর্ঘ সংসার জীবনের ঝামেলা থেকে মুক্তি পেয়েছি।

এ কারণে ২০ লিটার দুধ দিয়ে গোসল করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম।

Exit mobile version