মো. ইব্রাহিম খলিল, সাতক্ষীরা সংবাদদাতা :

শেখ শরিফুজ্জামান (তুহিন) কে সভাপতি ও শাহারিয়ার আহমেদ (বাবলু) কে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সাতক্ষীরা “ঠিকাদার কল্যাণ সমিতির” কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (০২ জুলাই) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সাতক্ষীরার সকল ঠিকাদারদের উপস্থিতিতে বিকাল ০৫. টা থেকে সন্ধ্যা ০৭.টা পর্যন্ত “ঠিকাদার কল্যাণ সমিতির কার্যালয়ে” সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সকল ঠিকাদারদের উপস্থিতি এবং সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন: উপদেষ্টা- কাজি কবিরুল হাসান (বাদশা), উপদেষ্টা- আইনুল ইসলাম নান্টা, সহ-সভাপতি: অসীম কুমার দাস (সোনা), সহ-সভাপতি: মো.আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক- মো. কাইসারুজ্জামান হিমেল, ক্যাশিয়ার-  মো. সাইফুল আলম (লিটন)।

সদস্য- মো. হারিজ হোসেন (তুহিন), মো. আকরাম হোসেন (বাপ্পি), খন্দকার মোস্তফা বিন হায়দার (সানি), মো. গোলাম রসুল (কাজল), শেখ আনোয়ারুল ইসলাম (আনু মাস্টার), মো. সাজ্জাদুল ইসলাম (মিলন) ও রাহিদুল ইসলাম। আগামী ৩ বছরের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা “ঠিকাদার কল্যাণ সমিতির” নতুন এই  কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।

Exit mobile version