নিজস্ব সংবাদদাতা :

রাজধানীর হাজারীবাগের গণকটুলি সিটি কলোনী এলাকায় যৌথবাহিনীর অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে।

আজ রবিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে গোপন তথ্যর ভিত্তিতে ঢাকার হাজারীবাগের গণকটুলি সিটি কলোনী এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচলনা করে ১৫ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করে।

এ সময় তল্লাশি অভিযান পরিচালনার মাধ্যমে দুষ্কৃতিকারীগণ কর্তৃক ব্যবহৃত বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিম কার্ড এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।

অভিযানের পর উদ্ধার হওয়া সরঞ্জামাদিসহ গ্রেফতারকৃতদের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version