সাভার ও আশুলিয়া ঢাকা-১৯ আসনে বিভিন্ন দল, সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১১জন মনোনয়নপত্র দাখিল করেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেন।
সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার সাইফুল ইসলামের বলেন, সাভার উপজেলায় ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ঢাকা প্রশাসক ও জেলা রিটার্ণিং অফিসারের কার্যালয়েও এনসিপির প্রার্থী ফয়সাল মাহমুদ মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
আরো বলেন, সাভার রিটেনিং অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আফজাল হোসেন, এলডিপির মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত লেঃ জেঃ চৌধুরী হাসান সারওয়ার্দী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রার্থী ফারুক খান, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী শওকত হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী ইসরাফিল হোসেন সাভারী, মুসলিম লীগের মনোনীত প্রার্থী কামরুল ইসলাম, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বাহাদুর ইসলাম ইমতিয়াজ, খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী এ,কে,এম এনামুল হক ও স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক।
এ ছাড়া ঢাকা জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং অফিসারের দপ্তরে এনসিপির প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলকালে অধিকাংশ প্রার্থীই কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সাভার উপজেলার ৭টি ইউনিয়ন, সাভার পৌরসভা ও সাভার ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত ঢাকা-১৯ আসন। সাভার উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে রয়েছে, সাভার সদর ইউনিয়ন, বিরুলিয়া ইউনিয়ন, পাথালিয়া ইউনিয়ন, আশুলিয়া ইউনিয়ন, ইয়ারপুর ইউনিয়ন, ধামসোনা ইউনিয়ন ও শিমুলিয়া ইউনিয়ন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঢাকা-১৯ আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ২৮ হাজার ৪২৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৮৭ জন, মহিলা ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৩২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন।
বিপুলসংখ্যক ভোটারকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী উত্তাপ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় প্রার্থীরা নিজ নিজ দলের আদর্শ, কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়ন ফরম বিতরণ ও জমা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। আগামী দিনে আরও প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সাভার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়সীমা সোমবার বিকাল ৫টার ১৫-২০মিনিট আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু তিনি কোন মনোনয়নপত্র জমা দেননি।


















