থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ নারী ও পুরুষ ফুটসাল। এই টুর্নামেন্টের মধ্যে আজ সাফের নির্বাহী কমিটির সভা হয়েছে। সেই সভার পর সাফ অ-২০ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।
২৫ মার্চ-৩ এপ্রিল সাফ অ-২০ টুর্নামেন্ট মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত হবে। এতে সাফের সাত দেশই অংশগ্রহণ করবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দুই দল ভারত ও পাকিস্তান।
উপমহাদেশের রাজনৈতিক দ্বন্দ্ব ক্রীড়াঙ্গনে প্রভাব পড়ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দাবি মানেনি আইসিসি। তাই ভারতে খেলতে যাচ্ছে না। পাকিস্তানও বাংলাদেশের দাবি সমর্থন জানিয়েছে। ক্রিকেটের এমন পরিস্থিতির মধ্যে জুনিয়র ফুটবল টুর্নামেন্টে তিন দেশ একই গ্রুপে পড়েছে।
‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক মালদ্বীপ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে। মালদ্বীপ বয়স ভিত্তিক টুর্নামেন্টে এবারই প্রথম আয়োজক।
এই বছর সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা। বাংলাদেশ এই টুর্নামেন্টের আয়োজক হতে চায়। থাইল্যান্ডের ব্যাংককে এই টুর্নামেন্টের ভেন্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আজ সাফের কংগ্রেস রয়েছে ব্যাংককে।


















