একাধিক বিতর্কিত মন্তব্যের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা ঢাকা পর্বের প্রথম ম্যাচ বয়কট করেছেন।
এতে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার ম্যাচ মাঠে গড়ায়নি।
দুপুর ১টায় নির্ধারিত ম্যাচে কোনো ক্রিকেটার উপস্থিত না হওয়ায় দিনের দ্বিতীয় ম্যাচ রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের মুখোমুখি হওয়ার সম্ভাবনা অনিশ্চিত।
যদি সেটিও বয়কট হয়, তবে বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।


















