ম্যাক অ্যালিস্টারের একমাত্র গোলে ইউরোপিয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদকে হারিয়ে জয় তুলে নিয়েছে লিভারপুল। এ নিয়ে এনফিল্ডে টানা দ্বিতীয় ম্যাচে পরাজয়ের মুখ দেখল ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাত ২টায় লিভারপুলের ঐতিহ্যবাহী এনফিল্ড স্টেডিয়ামে মুখোমুখি হয় লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। টানটান উত্তেজনার ম্যাচে প্রথমার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কেউই।
তবে দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে আসে ম্যাচের একমাত্র গোলটি। ফ্রি কিক থেকে ম্যাক অ্যালিস্টারের নিখুঁত হেড ঠেকাতে ব্যর্থ হন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিট ও যোগ করা অতিরিক্ত ৫ মিনিটেও সমতা ফেরাতে পারেনি সাবি আলোনসোর শিষ্যরা। ফলাফল, ১-০ গোলে জয় নিয়ে এনফিল্ড মাতায় ইয়ুর্গেন ক্লপের লিভারপুল।


















