বাংলা ভয়েস ডেস্ক :
মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দল পৌঁছানোর পরে থেকেই একের পর এক বিতর্কের সূচনা।
যেখানে বিরাট কোহলির সঙ্গে অস্ট্রেলিয়ার এক সাংবাদিকের তর্কে জড়ানোর ছবি ভাইরাল হয়। সেই রেশ না কাটতেই আজ আরেকটি ঘটনার সূত্রপাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
যেখানে এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার কোনো সাংবাদিককে ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে প্রশ্নই করতে দেওয়া হয়নি। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া টুডে এ নিয়ে বিশদ প্রতিবেদন করেছে।
গত কদিনে ভারতের দলের দিক থেকে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের সঙ্গে নানা বিতর্ক খবরে আসছে। শুরুটা কোহলিকে দিয়ে। সপরিবার কোহলি মেলবোর্নে যাওয়ার পর সেখানে এক নারী সাংবাদিক তাঁদের ভিডিও করেন, কোহলি সে সময় পরিবারের গোপনীয়তা রক্ষার জন্য ছবি না তোলার অনুরোধ জানান সেই সাংবাদিককে। এ নিয়ে তখন ওই সাংবাদিকের সঙ্গে কোহলির কিছু উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এরপর আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ান সাংবাদিকদের উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার (ডাব্লিউএ) প্রতিবেদনে।
বক্সিং ডে টেস্টের আগে আজ এমসিজিতে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। যেখানে ৯ মিনিট দীর্ঘ সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার কোনো সাংবাদিককে প্রশ্নই করতে দেওয়া হয়নি।
ডব্লিউএ টুডে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের মিডিয়া ম্যানেজার মোলিন পারিখ শুধু ভারত থেকে আসা সাংবাদিকদের প্রশ্নের সুযোগ দিয়েছেন। যেখানে জাদেজাকে শুধু হিন্দিতে প্রশ্ন করা হয়েছে।
ডব্লিউএ টুডে তাদের প্রতিবেদনে আরও জানায়, অস্ট্রেলিয়ার সাংবাদিকদের প্রশ্নের সুযোগ না দিয়ে হঠাৎই ভারতীয় টিম বাস চলে যাওয়ার সময় হয়েছে জানিয়ে মিডিয়া ম্যানেজার মোলিন জাদেজাকে নিয়ে সেখান থেকে চলে যান। এমনকি এক পর্যায়ে ভারতের মিডিয়া ম্যানেজার ক্যামেরা বন্ধ করার জন্যও বলেন।
এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি জানিয়ে সেই প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে সব সংবাদ সম্মেলনে আগে অস্ট্রেলিয়ান সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হতো। এরপর ভারতের সাংবাদিকেরাও বেশিরভাগই ইংরেজিতেই প্রশ্ন করতেন বলে জানিয়েছে তারা। কিন্তু আজ অস্ট্রেলিয়ানদের সুযোগ তো দেওয়াই হয়নি, ভারতীয়রাও সব প্রশ্ন করেছেন হিন্দিতে।
একই প্রতিবেদনে লেখা হয়েছে, এর আগে ভারতীয় সাংবাদিকরা এই ট্যুরে অভিযোগ করেছেন, তাঁদেরকে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের যথেষ্ট প্রশ্ন করতে দেওয়ার সুযোগ দেওয়া হয় না। আগামী ২৬ ডিসেম্বর সিরিজের চতুর্থ টেস্ট মাঠে গড়াবে।