মাহিউর রহমান, মির্জাপুর সংবাদদাতা
গত ২ মার্চ (শনিবার) সারাদেশে আলোড়ন জাগানো দৃষ্টিনন্দন ক্রিকেট মাঠ, জম্পেশ আয়োজন ও অঢেল দর্শকের উপস্থিতিতে শেষ হলো শহীদ শেখ ফজলুল হক মনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল ম্যাচ।
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইল মির্জাপুরের মসদই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। টুর্নামেন্টটির আয়োজক বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মনিরুল ইসলাম করবির।
মনিরুল ইসলাম কবির বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সে জন্য আমি প্রতিবছর এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে থাকি। একইসঙ্গে আমি চাই এই টুর্নামেন্টের মাধ্যমে মির্জাপুরকে শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্বের মাঝে পরিচিত করতে।